আপনি কি আপনার ওয়েবসাইট কিংবা বিশ্বের যেকোন ওয়েবসাইটের আন্তর্জাতিক বাজার মূল্য জানতে চান? আজ নিয়ে এলাম একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আন্তর্জাতিক ভাবে আপনার সাইটের মূল্য। শুধু মূল্য নয়, সেই ওয়েবসাইট সম্পর্কে আরও অনেক তথ্য যেমনঃ ডোমেইনের বয়স, সকল ধরনের র্যাংক, ব্যাকলিংক সংখ্যা, সোশ্যাল মিডিয়া রিপোর্টস, ওয়েবসাইটের আনুমানিক ভিজিটরস ও পেজভিউস সহ আরও অনেক কিছু। আর সাধারনত এসব তথ্যের উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়ে থাকে ওয়েবসাইটের মূল্য।
- প্রথমে এই লিংক ক্লিক করে একটি বক্স পাবেন। বক্সে আপনি যে ওয়েবসাইটের মূল্য জানতে চান সেই সাইটের এড্রেস লিখুন। অবশ্যই মনে রাখবেন ওয়েবসাইটের এড্রেসের প্রথমে http:// লিখবেন না। শুধু ডোমেইন নেম। না বুঝলে নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন।
- তারপর Check Price বাটন ক্লিক করলেই নতুন একটি ট্যাবে পেয়ে যাবে সেই ওয়েবসাইটের মূল্য সহ আরও কিছু তথ্য।
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন