রবিবার, ১০ আগস্ট, ২০১৪

ইউটিউব থেকে সরাসরি অডিও নামানোর ৫ সাইট

ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেটি জানাতেই টিউটোরিয়ালভিত্তিক এ প্রতিবেদন।
ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়।
তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।
এ রকম পাঁচটি সাইটের ঠিকানা নিচে দেওয়া হলো :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন