দেখুন কিভাবে সাবটাইটেল যোগ করবেন
১. প্রথমে আপনি এই লিঙ্কে যান ।
২. তারপর Search বাক্সে আপনার মুভির নাম লিখে দিন আর Subtitle Search এ ক্লিক করুন।
৩. আপনি চাইলে Language ও পরিবর্তন করতে পারেন আর পরিবর্তন করতে চাইলে All Language এর পাশে Edit এ ক্লিক করুন।
৪. এখন Search করার পর আপনার রেজাল্ট পেয়ে যাবেন ।
৫. রেজাল্ট থেকে আপনার পছন্দের সাবটাইটেলে ক্লিক করুন আর ডাউনলোড করে নিন ।
৬. ডাউনলোড করা ফাইলটি Zip অথবা RAR এ থাকতে পারে ।
৭. এখন ফাইলটি Extract করে নিন ।
৮. আপনার মূল মুভিটি প্লে করুন আর Extract করা ফাইল থেকে SRT নামের ফাইলটি টেনে এনে এর আগে প্লে করা মুভিতে ছেড়ে দিন ।
আর দেখবেন নিচে সাবটাইটেল দেখাচ্ছে ।
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন