রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন? যারা জানেন না শুধু মাএ তাদের জন্য।

প্রথমে আপনার কম্পিউটার এর  ওয়েব ব্রাউজার টি ওপেন করুন। এবং তাতে এই Url =http://www.facebook.com/hacked টি লিখুন .এর পর নিচের স্টেপ গুলো ফলো করুন।১.আপনার ওয়েব ব্রাউজার  Url টি লিখার পর এই রকম একটি উইন্ডো আসবে।
২.এর পর My Account Is Compromised টি তে ক্লিক করুন।নিছের মত একটি উইন্ডো আসবে। এতে আপনার সঠিক  Email or phone number or Username full Name  তিন টি থেকে যে কোন একটি দিবেন।
৩.এই খানে আমি একটি উদাহরণ দেবার জন্য একটি ইমেইল দিলাম। আপনারা আপনাদের সঠিক ইমেইল এড্রেস টি দিয়ে Search বাটন এ ক্লিক করুন।
৪. এই খানে আপনি আপনার  সঠিক আইডি টি নির্বাচন করুন।This is my Account এ ক্লিক করুন।
৫.This is my Account  এ ক্লিক  করার পর আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিন। নিচের মত উইন্ডো আসবে।
৬.Continue তে ক্লিক করুন । নিচের  মত একটি উইন্ডো আসবে এই খনে আবার  Continue তে ক্লিক করুন
৭. Continue তে ক্লিক করার পর আপনি নতুন একটি পাসওয়ার্ড দিন  এবং Continue তে ক্লিক করুন । নিচের মত
৮.এর পর আপনাকে দুই টি অপশন দিবে একটি হল আপনার বর্তমান ইমেইল এড্রেস আরেকটি হল নতুন ইমেইল  এড্রেস । আপনি চাইলে নতুন একটি ইমেইল দিয়ে আইডি টি ওপেন করতে পারেন। এইখানে  আমি আমার বর্তমান ইমেইল এড্রেস টি সিলেক্ট করেছি।
৯.এর পর নিচের মত একটি উইন্ডো আসবে Only I know the password for exclusiverobin44@gmail.com এই টি তে টিক চীর্ণ দিয়ে continue তে ক্লিক করুন।নিচের মত
১০.এর পর continue তে ক্লিক করুন।আপনি চাইলে Verified Mobile Phone Number অথবা Login Approvals on রাখতে পারেন ।নিচের মত।
১১.এর পর স্কিপ এ ক্লিক করুন।নিচের মত
১২.উপরের স্টেপ গুলো ঠিক ভাবে করতে পারলে আপনি আপনার প্রিয় ফেসবুক আইডিটা ফিরে পাবেন।

#SA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন