যেভাবে পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন
- প্রথমেই যেই এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে চান তার প্লে স্টোর ঠিকানায় যান।
- তারপর অ্যাপটির আইডি লিঙ্ক (লাল মার্ক করা অংশ) কপি করে নিন।
- এবার evozi.com এ প্রবেশ করে আপনার অ্যাপটির আইডি পেস্ট করে জেনেরেট ডাউনলোড লিঙ্ক বাটনে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, ডাউনলোড লিঙ্ক তৈরি হতে ২/৩ মিনিট সময় লাগতে পারে।
- ডাউনলোড লিঙ্ক তৈরি হয়ে গেলে সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে।
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন