বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

কি অ্যান্ড্রইড ফোন এ ফাইল ট্রান্সফার করছেন Zapya দিয়ে তো এবার PC এর সাথে করুন

zapya এই অ্যাপস টির সাথে আশা করি আপনারা অনেকেই সম্পর্কযুক্ত কেননা আমরা দ্রূত ফাইল ট্রান্সফার করার জন্য ১০০ মিটার রেঞ্জ এর মধ্যে ওয়াফাই এর মাধ্যমে ২ টি অ্যান্ড্রইড ডিভাসের মাধ্যমে ফাইল  করতে পারি।এতদিন আমরা মোবাইলে Zapya ব্যবহার করেছি আর আজ দেখাব কিভাবে কম্পিউটার এর সাথে কানেক্ট করে ফাইল ট্রান্সফার করা হয়।

যা প্রয়োজনঃ ১। ডেস্কটপ বা ল্যাপ্টপ  ২। ওয়াইফাই যুক্ত ৩।Microsoft .Net 3.5 (হলে ভাল হয়) ৪.৩২বিট বা ৬৪বিট

প্রথমে Zapya পিসির জন্য ডাউনলোড করুন

এবার কম্পিউটার এ ওয়াইফাই চালু করে Zapya ওপেন করেন,আর Firewall উয়িন্ডো আসলে প্রসিড এ দিন

এবার দেখবেন নিচে লেখা উঠেছে Wifi/Hotspot Enabled এখান নিচ থেকে মোবাইল ভার্শন টা নামিয়ে নিম্ন পদ্ধতীতে সার্চ করে কানেক্ট করে শেয়ার করুন আপনার ট্রান্সফারিং।

Mobile Version  Zapya অ্যাপস্টার নতুন ভার্শন নামিয়ে নিন (PlayStore) এখান থেকে

১। প্রথমে ডাউনলোড করে ইনিষ্টল করে নিন

২। এবার আপনার ডিভাইস এর নাম দেখতে পাবেন সেখানে ক্লিক করুন

৩। এবার আপনার ডিভাইস থেকে “Connect to Share” এ প্রেস করুন। এবার Search and Join এ ক্লিক করুন

৪। কিছু সময় অপেক্ষা করার পর আপনার পিসির নাম পেয়ে যাবেন।

৫। পেয়ে গেলে Connect এ ক্লিক করুন ব্যাস এবার কানেক্ট হয়ে গেল আপনার পিসির সাথে।

৬। কানেক্ট হয়ে গেলে ফাইল লিষ্ট দেখতে পাবেন শেয়ার করার জন্য, যেকোন ফাইলের ওপর ক্লিক করে সেন্ড করে দিন আর দেখুন মাত্র কয়েক সেকেন্ড বিশাল বিশাল ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনি চাইলে সম্পূর্ন ফোল্ডার ও সেন্ড করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন