* Gp to Gp 35 পয়সা মিনিট কথা বলার ক্ষেত্রে- মেসেজ অপশনে গিয়ে লিখুন B পাঠিয়ে দিন 4444 নম্বরে ।
* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন।
* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন, যার মধ্যে 1 টা Supar FnF করা যাবে ।
*এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন SF <> Number পাঠিয়ে দিন 2888 নম্বরে ।
* Super FnF Call rate 0.35tk min: & normal fnf call rate 0.67tk min
* এক্ষেত্রে আপনি SP fnf এর সুবিধাটা কাজে লাগাতে পারেন ।
১।প্রথমেই GP App নামের aplication টা ডাউনলোড করুন জাবা ব্যাবহারকারীরা ও ডাউনলোড করুন এন্ডয়েড ব্যাবহারকারীরা।
২।এবার GP App open করেন । নিচের মত দেখতে পাবেন।self service >FNF>
৩। উপরে ছবির মত দেখালে Add fnf এ ক্লিক করুন ।এর পর নিচের মত
* এর পর change fnf এ ক্লিক করুন ।এর পর নিচের মত
* এবার ছবির মত করুন আপনার পুরাতন নম্বর দিন এর পর নতুন নাম্বর দিন । যারা SFC লিখতে পারছেন না তারা মেসেস লিখে কপি করে এখানে পেষ্ট করুন ।
* কোন নম্বরে বেশি কথা বলতে চাইলে ঐ Application দিয়ে ফ্রী SP fnf যুক্ত করে কথা বলুন । কথা শেষে ঐটা চেন্জ করে অন্য নম্বর SP fnf যুক্ত করে কথা বলতে পারবেন ।
ব্যস, এভাবে 35 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা ।
ব্যস, এভাবে 35 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা ।
এবং ইচ্ছামত Fnf add করুন । এভাবে আপনি একদিনে যতবার ইচ্ছা একটা FNF change করতে পারবেন।
আর একটা কথা এতে আপনার কোন টাকা লাগবে না । কয়েক KB খরচ হতে পারে । তাহলে FNF করুন ফী ।
আর একটা কথা এতে আপনার কোন টাকা লাগবে না । কয়েক KB খরচ হতে পারে । তাহলে FNF করুন ফী ।
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন