প্রতিদিনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভ্রমণ-যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন বাংলাদেশে প্রায় ৫ লক্ষাধিক যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাস যোগে ভ্রমণ করেন এবং এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই অবস্থায় বাস ভ্রমণের ব্যবস্থা করা কিংবা টিকেট সংগ্রহ করার ঝক্কি কতটা, তা সহজেই অনুমেয়। মূল্যবান সময় এবং অর্থ, দুটোরই অপচয় হচ্ছে এই টিকেট সংগ্রহ করতে গিয়ে।
একারণেই প্রয়োজন এই ঝামেলা থেকে মুক্তির একটি সহজ কোনো সমাধান। আর ঠিক এখানেইhttp://www.shohoz.com এর আগমন।
আপনার ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করতেই এলো http://www.shohoz.com। এ বিষয়েhttp://www.shohoz.com এর সি ই ও এবং প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন,
"টিকেট বুকিং নিয়ে যাত্রীরা সবসময়ই চিন্তিত থাকেন আর শহরের ট্রাফিক জ্যাম পেরিয়ে, নানা রকম ঝামেলা অতিক্রম করে তাঁদের বাস কাউন্টারে যেতে হচ্ছে শুধুমাত্র টিকেট সংগ্রহের জন্যে। আর সেখানে গিয়েও তাঁরা হয়তো দেখছেন, প্রয়োজনীয় সময়ের টিকেটটিই নেই। টিকেট বুকিং নিয়ে এই ঝামেলাগুলো দূর করতেই আবির্ভাব shohoz.com -এর।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন