তবে এই অ্যাপটি ব্যাবহার করা অনেক সহজ, ওপেন করে শুধু রেকর্ড বাটনে ক্লিক করলেই শুরু হবে আর শেষ হলে নোটিফিকেশান বার থেকে স্টপ রেকর্ডিং এ টাচ করতে হবে।
সেটিং থেকে ভিডিও কুয়ালিটি, অডিও রেকর্ড ডিভাইস সহ আর অনেক কিছু কাসটমাইজ করতে পারবেন। অ্যাপটি দিয়ে স্ক্রীনশটও নেওয়া যায়। তাই কেউ যদি ভিডিও রেকর্ড না করতে চান তাহলে শুধু স্ক্রীনশট নেয়ার জন্যেও এটা ব্যাবহার করতে পারেন।
http://taketunes.tk/software/view/25611043
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন