সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।

১.প্রথমে যে সফটওয়্যার এর trial version unlimited ব্যবহার করতে চান সেটি ইন্সটল করুন, তারপর Time Stopper ইন্সটল করুন। ডেস্কটপ আইকনে Click করে Time stopper ওপেন করুন।

২.তারপর Browse button(২) ক্লিক করেন।

৩.এখন নীচের window টি পাবেন। যে সফটওয়্যার এর Trial version আজীবন ব্যবহার করতে চান তার main exe ফাইল ওপেন করুণ Time Stopper দিয়ে।
সাধারণত সফটওয়্যারগুলো C:\program files\ নামক ফোল্ডারে ইন্সটল হয়। ওপেন করার জন্য ক্লিক my computer, ক্লিক C drive, ক্লিক program files folder এবং সব শেষে ক্লিক software folder, উদাঃ total video converter।

৪.সিলেক্ট main exe (tvc)
ক্লিক "choose the new date" এবং আপনার পছন্দের তারিখ সিলেক্ট করুন।
যদি total video converter ২০১১ এর ২ এপ্রিল ইন্সটল করা হয় এবং আজ যদি ২০১১ এর ৪ এপ্রিল হয় আর total video converter এর trial পিরিয়ড ১৫ দিন হলে আপনি ২০১১ এর ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল এর মাঝে যে কোন তারিখ সিলেক্ট করতে পারেন।

সবশেষে Time Stopper দিয়ে desktop icon তৈরি করুন। একটি নাম দিন (৩) এবং (৪) নং বাটন ক্লিক করে তৈরি করুন desktop shortcut ।
(৫)নং হলো আপনার সিস্টেম ক্যালেন্ডার ।
যদি original trial এর start menu আথবা desktop shortcuts থাকে সেগুলো delete করুন।
এগুলো দিয়ে ভুলেও সফটওয়্যার রান করিয়েন না। তাহলে Time Stopper কাজ করবে না। এমনকি আপনার সফটওয়্যার এর trial বাতিল হয়ে যেতে পারে।
ডাউনলোডঃ Time Stopper

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন