রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

Android এর হারিয়ে যাওয়া ডাটা(মেসেজ,Contracts,ছবি,ভিডিও,অডিও ও অন্যান্য) ফিরিয়ে আনুন খুব সহজে!!!!!!!!!!

আমাদের সবারইতো অন্তত কমপক্ষে একটা করে Android মোবাইল তো আছেই? তাই না ।
তবে অনেক সময় ভুলে আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ ডাটা বা ফাইল, মেসেজ, Contract ও ডিলিট হয়ে যায়  :-(
এমনকি ঘরে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই (পোলাপাইন ইদানিং বেশি বাঁদরামি করে  :-o )। কোন মেসেজ বা আপনার বন্ধুর নাম্বার ডিলিট হলে তো মেজাজ সপ্ত আসমানে উঠে যায়  :evil: )
তবে আজ আমি আপনাদের এমন একটি software দিব যাতে আপনি আপনার হারানো ডাটা বা ফাইল ফিরিয়ে আনতে পারবে কম্পিউটার এর সাহায্যে :D
এই সফটওয়্যার টির নাম

Wondershare Dr.Fone for Android ($49.95) :D

এইটি বিনামুল্লে পাওয়্যা যায় না :evil:
তাই আজ আপনাদের সাথে এর crack version শেয়ার করব (মাত্র ৭৯৫ KB)
প্রথমে এই লিঙ্ক থেকে রার ফাইল টি download করুন :

Wondershare Dr.Fone for Android

কীভাবে ইন্সটল করবেনঃ১। প্রথমে আপনার Antivirus কিছু সময়ের জন্য Disable করুন (চিন্তা কইরেন না এখানে ভাইরাস নাই :D)
২। তারপর trial version টিকে রান করে ইন্সটল করুন
২।তারপর patch টিকে যেখানে ইন্সটল করেছেন ওইখানে রাখেন
৪।এরপর patch টিকে open করে trial version টিকে full version করে নিন :D
পিসি এর সাথে আপনার Android কে কানেক্ট করে scan দিন। দেখবেন সব হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া আপনার সামনে হাজির !!!! :D :D

#SA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন