কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে বিনামূল্যে পৃথিবীর প্রায় সব দেশের মোবাইল ফোনে এসএমএস পাঠানো যায়। www.dailysms.hu এরকম একটি সাইট, এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এসএমএস সুবিধা দিচ্ছে একদম বিনামূল্যে এবং কোনো প্রকার রেজিস্ট্রেশন ও ফলস লিংক ছাড়া।
ফ্রি এসএমএস পাঠানোর নিয়ম-
১. http://www.dailysms.hu ওয়েবসাইটে গিয়ে-
২. Free SMS এ ক্লিক করুন অথবাhttp://www.dailysms.hu/?on=sms এখানে ক্লিক করলে নিচের পেজটি দেখতে পাবেন।
৩. Select Country থেকে Bangladesh (বাংলাদেশ) অথবা যে দেশে ফ্রি SMS পাঠাতে ইচ্ছুক সে দেশটি সিলেক্ট করুন।
৪. Phone Number এর জায়গায় ০ বাদ দিয়ে ফোন/মোবাইল নম্বর টি লিখুন। এরপর একটু নিচের দিকে এসে-
৫. এবার এখান থেকে Type Your Message এর ডান পাশের ঘরে ৫০০ ক্যারেকটারের মধ্যে আপনার ক্ষুদে বার্তাটি লিখুন।
৫. ‘Verify Code’ বক্সে সতর্কতার সাথে কোডটি দিন।
৬. ‘Send Now’ এ ক্লিক করুন।
এরপর SMS টি পৌঁছে যাবে এবং ‘Sent Successfully’ বার্তা প্রদর্শন করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন