রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

কীভাবে ব্যাবহার করবেন Portable Apps আপনার পেন ড্রাইভে..!

আপনি এই পোর্টেবল সফটওয়্যার দিয়ে,  অনেক সফটওয়্যার পেন ড্রাইভে ইন্সটল করে রাখতে পারবেন এবং যেকোনো পিসি থেকে ইন্সটল করা সফটওয়্যারগুলো ব্যাবহার করতে পারবেন খুব সহজে । শুধু মাত্র একবার ইন্সটল করে নিলেই হবে ।
 
আমরা অনেক সাইবার ক্যাফে বা অফিসে বা ইন্সটল করে সফটওয়্যার ব্যাবহার করা যাবে না, এরকম পিসিতে দরকারি কাজের জন্য বসি আর তখন যদি আপনার পছন্দের সফটওয়্যার ব্যাবহার করতে না পারেন তাহলে পিসির চাইতে টাইপ রাইটার ব্যাবহার করে মজাটা  একটু বেশি পাওয়া যায় মনে হয় । এছারা, বেশি বেশী সফটওয়্যার ইন্সটতাল্লদিয়ে পিসিকে কচ্ছপ গতির না বানিয়ে, এই পদ্ধতি ব্যাবহার করা যেতে পারে ।
যাই হোক, এখন চলেন দেখি কি করা যায় । আপ্যনার ইন্সটল করা সফটওয়্যার যেখানে খুশী, যে কোন পিসি থেকে ব্যাবহার করা  যাবে।
প্রয়োজনীয় উপকরন ঃ
১। একটা পিসি :-D ( যেটা দিয়ে এখন টিউন পড়ছেন)
২। একটা পেন ড্রাইভ (যে কোনো সাইজের হলে হবে :-P)
৩। সফটওয়্যার ( PortableApps, এটা একদম ফ্রী, অনেক বড় ফাইল, ৩ MB :-P এটা নিচের লিঙ্ক দেওয়া আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিন)
যেভাবে ইন্সটল করবেন ঃ
সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন ।
তারপরে NEXT চাপুন ।
সবসময় যে কোন প্রকার সফটওয়্যার ইন্সটল করলে সেটা স্বাভাবিকভাবে C: ড্রাইভে ইন্সটল হয়ে যায় । এই সফটওয়্যারটি আপনি ড্রাইভে ইন্সটল করবেন না । এটা আপনার পেন ড্রাইভের Root এ করবেন। আপনার পেন ড্রাইভ যদি H হয়ে থাকে, তাহলে আপনি শুধু ড্রাইভ সিলেক্ট করে দিবেন । নিচের ছবির মতো করে ।
তারপর Next ক্লিক করে Finish চাপুন ।
হয়ে গেলো ইন্সটল । এখন Apps ব্যাবহার করার পালা । আপনি যদি মনে করে থাকেন এটা দিয়ে আর কি সফটওয়্যার ইউজ করা যাবে । আমি বলি, আপনার প্রতিদিন কাজ করতে যে সফটওয়্যার দরকার হয়ে থাকে সেটা আছে, বরং যারা গেম খেলতে চান, তাদের জন্যেও ব্যাবস্থা আছে । এখানে আছে প্রচুর Games আর সফটওয়্যার ।
যেমনঃ Firefox, chorme, photo editors, utorrent, office, Antivirus.google drive, dropbox, বলে শেষ করা যাবে না, নিচের লিঙ্কটায় একবার দেখে আসেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন