শনিবার, ৯ আগস্ট, ২০১৪

Memory Card/Pen Drive থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করুন।

অনেক সময় প্রযোজনীয় ফাইল ইচ্ছাকৃতভাবে অথবা দূর্ঘটনাবশত অনেক ফাইল ডিলিট হয়ে যায় । তখন হারিয়ে যাওয়া ফাইল গুলো পুনরুদ্ধার করার দরকার হয় ।
আজ আমি যে সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব তার নাম Recuva । মাত্র 1.45 MB এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি ছবি,গান,ভিডিও ইত্যাদি  ফাইল পুনরুদ্ধার করা যায় ।
শুধুমাত্র Hard Disk ই নয় বরং  Memory Card/Pen Drive থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল  পুনরুদ্ধার করা যায় ।
এই সফটওয়্যারটি আপনার নির্বাচন করা জায়গা পরীক্ষা  করে ফাইল খুজে বের করে  এবং ফোল্ডারের অবস্থান নির্দেশ করে । এই সফটওয়্যাটি সব ধরনের ফাইল পুনরুদ্ধার করতে পারে না কারন ক্ষতির পরিমানের উপর নির্ভর করে ফাইলটি পুনরুদ্ধার করা হয়ে থাকে ।
এই সফটওয়্যারটি Hard Disk/Memory Card/Pen Drive পরীক্ষা করে সর্বাপেক্ষা অধিক সংখ্যা বা পরিমান তথ্য সংগ্রহ করে থাকে । আপনাকে সকল ফাইলের তালিকা দেখাবে যে সকল ফাইল পুনরুদ্ধার করা যাবে । ফাইলের তালিকা থেকে আপনার ইচ্ছামত ফাইল নির্বাচন  করে ফাইল পুনরুদ্ধার করুন ।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
http://www.ziddu.com/download/11867932/rcsetup138_slim.exe.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন