প্রথমে আপনার android ফোন এর গুগল প্লে store এ গিয়ে 4shared লিখে সার্চ দিন। প্রথম যে অ্যাপ্লিকেশান টা আসবে অইটা ইন্সটল দিন।
ইন্সটল দেওয়ার পর অ্যাপ টি ওপেন করেন। করার পর create a new account এ ক্লিক করেন।
Email/password/confirm password দিয়ে sign up এ ক্লিক করেন। ব্যাস! অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল।
এখন ফোনের লেফট বাটনে ক্লিক করে search এ ক্লিক করুন।
যে অ্যাপটি ডাউনলোড করতে চান তার নাম লিখুন। মনে রাখবেন বানান ভুল করবেন না।
যে অ্যাপটি ডাউনলোড করতে চান তার নাম লিখুন। মনে রাখবেন বানান ভুল করবেন না।
উদাহারন্সরুপ আমি সার্চ মারলাম "Grand theft auto III" (play store এ গেমটির দাম $4.99)।
দেখবেন সার্চ এ আপনার কাঙ্খিত অ্যাপ এসে গেছে। শুধুমাত্র android icon (আমার টিউনের আইকন দেখুন) বাম পাশে থাকা অ্যাপ এর উপর ক্লিক করবেন।
তারপর একটি স্ক্রীন আসবে। ওইটার উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
তারপর একটি স্ক্রীন আসবে। ওইটার উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড শেষ হওয়ার পর ইন্সটল দিন । ডাউনলোড করা ফাইল আপনার ফোনের 4shared.com নামের একটি ফোল্ডার এ সেভ হবে। পরে চাইলে আবার ইন্সটল দিতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন