বর্তমান চারিদিকে শুধু অ্যান্ড্রয়েড এর ছড়াছড়ি । তাই আমিও আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম কয়েকটি ফ্রী কল করার মত সফ্টওয়্যার এর খোঁজ নিয়ে । সফ্টওয়্যার গুলোর গুগল প্লে লিংক দিলাম না এই কারনে যাতে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন এবং যখন তখন ইনষ্টল এবং আনইনষ্টল করতে পারেন । যা গুগল প্লে থেকে ডাউনলোড করলে পেতেন না । আগেই বলে রাখি মোবাইল থেকে অনেক কষ্ট টিউনটি লিখছি ভুল হলে ক্ষমা করবেন । তো চলুন শুরু করি ।
ICQ Free Calls & Messages
বিবরণঃ
এই সফ্টওয়্যার টির সাহায্যে আপনি অনলিমিটেট ফ্রী কথা বলতে পারবেন । নিম্নে এর কিছু সুবিধা এবং শর্ত তুলে ধরা হল ।
- ১.যার সাথে কথা বলবেন তার ফোনেও ইনষ্টল এবং অন থাকতে হবে
- ২.রেজিট্রেশন করতে হবে এবং একে অপরে ফ্রেন্ডশিপ করতে হবে ।
- ৩.যত খুশি তত কথা বলতে পারবেন
- ৪.ICQ এর ফ্রেন্ড লিষ্টের সাথে TXT চ্যাটিং ও করতে পারবেন ।
- ৫.ফেসবুক এবং G+ এর ফ্রেন্ড লিস্টে ইন্সট্যান্স মেসেজ পাঠাতে পারবেন
- ৬.রেজিট্রেশন করার জন্য ফেসবুক,G+,Twitter অথবা ফোন নাম্বার ব্যাবহার করতে পারবেন
এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে App টিতে । যা ব্যাবহার করলেই বুঝবেন ।
ডাউনলোড করুন
ডাউনলোড করুন
Fongo – Free Calls+Fre e Texts
বিবরণঃ
এই সফ্টওয়্যার টির মাধ্যমে আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন । যা নিম্মে তুলে ধরা হলঃ
এই সফ্টওয়্যার টির মাধ্যমে আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন । যা নিম্মে তুলে ধরা হলঃ
- ১.উভয়ের ফোনেই ইনষ্টল থাকতে হবে ।
- ২.রেজিট্রেশন করতে হবে এবং ফ্রেন্ডশিপ করতে হবে
- ৩.ভিডিও কল করতে পারবেন
- ৪.অডিও কল করতে পারবেন এবং অডিও মেসেজ দিতে পারবেন
- ৫.চ্যাটিং ও করতে পারবেন ।
এছাড়াও আরো বহুত সুবিধা রয়েছে app টিতে । যা ব্যাবহার করলেই বুঝতে পারবেন ।
ডাউনলোড করুন
ডাউনলোড করুন
Viber – Free Calls & Messages
বিবরণঃ
এর আগে যে দুটি সফ্টওয়্যার দিছি তার থেকে এইটা একটু বিশি জনপ্রীয় । প্রায় 60M ব্যাবহার কারি এবং ২০৪ টি দেশে চলতেছে ।আসুন এর সুবিধা গুলো কি জানি
এর আগে যে দুটি সফ্টওয়্যার দিছি তার থেকে এইটা একটু বিশি জনপ্রীয় । প্রায় 60M ব্যাবহার কারি এবং ২০৪ টি দেশে চলতেছে ।আসুন এর সুবিধা গুলো কি জানি
- ১.উপড়ের ১এবং ২ নাম্বার প্রযোয্য
- ২. ফ্রী কল করতে পারবেন HD সাউন্ড কোয়ালিটি
- ৩.প্রায় ৪০ জনের সাথে গ্রুপ চ্যাটিং এর সুবিধা রয়েছে ।
- ৪.কোন প্রকার Add দেওয়া হয়না ফলে ঝামেলা মুক্ত
- ৫. বর্তমান ভার্শন 3.1.1.15
Requires Android : 2.0 and up
এছাড়াও আরো বহু সুবিধা পাবেন এই সফ্টওয়্যার টিতে ।যা ব্যাবহার করে দেখতে পাবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন