বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

ফেসবুক আইডি কোড খুঁজে বের করুন ছোট একটি টুলস দিয়ে মুহূর্তেই

আমাদের প্রায়ই ফেসবুক ইউজার আইডি কোড এর জানার প্রয়োজন হয় বিভিন্ন কাজে। আপনারা ফেসবুক ইউজার আইডি কোড সম্পর্কে নিশ্চয়ই জানেন? তবুঅ ছোট করে এ সম্পর্কে একটু বলে রাখি। ফেসবুকের সবারই একটি ইউজার নেম আছে। যেমন আমার ইউজারনেম হল sabbir। তেমন আপনারও একটি এমন ফেসবুক ইউজার নেম আছে। যারা এখনও তাদের ইউজার নেম জানেন না তাঁরা ফেসবুক সেটিংস অপশন থেকে নিয়ে নিতে পারবেন। আবার এই ইউজারনেমের কয়েক সংখ্যা নিয়ে একটি আইডি কোড আছে। যেমন আমার আইডি কোড হল 100004186927479 । এই ফেসবুক আইডি কোড খোঁজার অনেক পদ্ধতি আছে। আমি আজ ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে আপনি আপনার ফেসবুক লিংক দিয়ে সাবমিট করলেই মুহূর্তেই পেয়ে যাবেন আপনার ফেসবুক আইডির সেই কোডটি।

ফেসবুক আইডি কোড খুঁজে বের করুন ছোট একটি টুলস দিয়ে মুহূর্তেই
  • নিচের বক্সটি লক্ষ্য করুন। বক্সে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপের লিংক অথবা শুধু ইউজারনেম লিখেই Get My ID নামের বাটন ক্লিক করুন। 
  • এবার একটি নতুন উইন্ডো খুলবে। আর সেখানে আপনার ফেসবুক আইডি, পেজ কিংবা গ্রুপের আইডি কোডসহ আরও যাবতীয় তথ্য পাবেন। আইডি কোডটি আপনি প্রথম লাইনেই পাবেন। আর পরবর্তী লাইন গুলোতে অন্যান্য তথ্যগুলো পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন