আমাদের পিসিতে বিভিন্ন কারনে স্পেস হারিয়ে যায় । যেমন ধরেন আমার পিসির কথা বলি । অনেক দিন আগে আমার কিছু ডিভিডি ও সিডির ছবি কপি করেছিলাম । কপি করার এক পর্যায় আটিকে থাকে তারপর cancel করার পর ও দেখতাম একজাগায় স্থির অবস্থায় আটকিয়ে থাকতো । ড্রাইভে তো ডাটা কপি তো হলোই না উল্টো ৪০-৫০ জিবি ডাটা খেয়ে বসে ছিল ।অনেক কিছু ব্যবহার করে ও লাভ হলো না ।এবার কাজের কথা আসি ।আপনার ডাটা ফিরিয়ে আনাতে তেমন কষ্ট করতে হবে না ।প্রায় সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করেন ।তাই অবাক হবার কিছু নেই । সফটওয়্যারটি নাম ccleaner ।যেটা করতে হবে ।আগে দেখবেন আপনার সবগুলো drive এ কতটুকু use এবং free আছে ।যাদের নেই সফটওয়্যারটি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন CCleaner 4.16.4763 -
তারপর ccleaner সফটওয়্যারটি ওপেন করুন।tools এ যান drive wiper এ যান।সবগুলো drive show করবে ।এবার একটা একটা drive র্মাক করে wipe করুন ।
তারপর পিসি restart দিন এবংদেখুন সবগুলো drive এ কতটুকু use এবং free হয়েছে
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন