রুট ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর মজাই নাই, রুট ছাড়া আপনি অ্যাডমিনিস্ট্রেটর আথবা সুপারইউজার পার্মিশন পাওয়া যায় না, আর সুপারইউজার পার্মিশন না পেলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে (মোবাইল/ট্যাব) আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন না।
মোটকথা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে (মোবাইল/ট্যাব) আপনার মত করে ইউজ করতে হলে অবশ্যই রুট করতে হবে।
এবার আসি মূল কথায়, আপনারা অনেকেই শুনে থাকবেন রুট করতে গেলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি (মোবাইল/ট্যাব) ব্রিক হয়ে যেতে পারে এবং রুট করলে অ্যান্ড্রয়েড ডিভাইসটির (মোবাইল/ট্যাব) ওয়্যারেন্টি থাকে না, কিন্তু না আমি যে প্রোসেসের কথা বলব তাতে অ্যান্ড্রয়েড ডিভাইসটি (মোবাইল/ট্যাব) ব্রিক হবে না এবং আনরুট করার সুবিধা তো থাকছেই অতএব অ্যান্ড্রয়েড ডিভাইসটির (মোবাইল/ট্যাব) ওয়্যারেন্টি হারাবে না।
তো শুরু করা যাক,
- প্রথমে এখান থেকে Vroot সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির (মোবাইল/ট্যাব) ইউসবি ডিবাগ অপশন চালু করুন।
নিচে স্ক্রীনশট দেখুন.........
চিত্র - ১
চিত্র - ২
স্বাগতম আপনি এখন একজন রুট ইউজার............
উপভোগ করুন সুপারইউজার পার্মিশনের মজা.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন