শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

ইউটিউবে যেকোন ভিডিও চালু করুন নির্দিষ্ট মিনিট এবং সেকেন্ড থেকে। অপ্রয়োজনীয় ট্রিক্স তবে জানার জন্য দেখতে পারেন!



  • প্রথমে ইউটিউব সাইটে গিয়ে যে ভিডিও দেখতে চান সেটি ভিজিট করুন।
  • এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে ভিডিওটির লিংক লক্ষ্য করুন।
  • লিংকটির শেষে শুধু #t=01m02এটি বসিয়ে দিন। এখন কোডটিতে লক্ষ্য করুন। 01 এর জায়গায় মিনিট এবং 02 এর জায়গায় সেকেন্ড বসিয়ে এন্টার চাপুন।
  • ব্যাস, দেখবেন ওই নির্দিষ্ট মিনিট এবং সেকেন্ড থেকে ভিডিওটি শুরু হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন