প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন।
এখন Advanced Option এ ক্লিক করুন। দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে।
এখনে দেখুন Number of processor নামে একটা অপশন আছে। এখনে আপনার প্রসেসর অনুজাই নাম্বার দিন। যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং এর উপরে হলে ৩/৪ দিন।
সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।
#SA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন