গেমসটি সম্পর্কে কি আর বলব ৷৷ গেমসটি অনেক মজার ৷৷ গেমসটিতে আপনি একটি বালক হিসাবে খেলবেন একটি অজানা দ্বীপে সেখানে আপনাকে বিভিন্ন কাজ করতে বলাহবে সেগুলো বুদ্ধি দিয়ে করতে হবে ৷৷সাথে নিজের খাবারের জন্য আশেপাশে পড়েথাকা ফলমূল কুড়ানো সহ মাছ ধরতেহবে বন্য মুরগি, শুকর শিকার করতে হবে ৷৷৷৷৷
যারা Adventure type এর গেমস পছন্দ করেন তারা অবশ্যই গেমসটি একবার খেলে দেখবেন ৷৷অাশাকরি আপনি হতাশ হবেন না ৷৷ আমি এই গেমসটির প্রথম পর্ব (the icland castway) গেমওভার করেছি এবং এই গেমটির পিছনে লেগেছি গেমওভার করতে ৷৷৷
Game requirments:-
Android 2.3 and up
Ram:-1 জিবিতে ভাল চলবে, 512mb রেমেও চলবে কিন্তু কিছু ফোনে মাঝেমধ্যে লেগ করতে পারে ৷আমি 512mb রেম যুক্ত সেটে চালাই কোন সমস্যাহয় না smoothly চলে ৷৷
Game requirments:-
Android 2.3 and up
Ram:-1 জিবিতে ভাল চলবে, 512mb রেমেও চলবে কিন্তু কিছু ফোনে মাঝেমধ্যে লেগ করতে পারে ৷আমি 512mb রেম যুক্ত সেটে চালাই কোন সমস্যাহয় না smoothly চলে ৷৷
গেমটি ডাউনলোড করতে লিংকটি কপি করে এড্রেসবারএ পেস্ট করুন ৷৷
ডাউনলোড শেষ হলে Zip fileটি Extract করুন ৷৷ এবার তিনটি ফাইল পাবেন ৷৷ প্রথমে additional data fileটি Sdcard/Android/obb folder এ রাখুন (যদি obb folder না থাকে তাহনে বানিয়ে নিন ৷৷ এবার apk file phone এ normally ইনস্টল দিন ৷৷এবার বাকি একটি ফাইল sdcard/Android folder এ রাখুন ও জমিয়ে গেমখেলা শুরু করুন ৷৷৷৷৷
এবার চলুন কিছু screenshoot দেখে নিই ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন