শনিবার, ৯ আগস্ট, ২০১৪

এবার ফেসবুক ম্যাসেন্জার দিয়ে ফ্রি ফ্রি কল করুন (ম্যাসেন্জার ২ ম্যাসেন্জার) 42 Share Tweet Submit Share Share Pin It

আমরা জানি বর্তমানে ফেসবুকে ফ্রি কল করার সেবা আছে( ম্যাসেন্জার ২ ম্যাসেন্জার)। কিন্তু বাংলাদেশের জন্য তা প্রযজ্য নয়।
মানে বাঙলাদেশের মানুষ এই সুবিধা পাবে না। ফেসবুক এই সুবিধা দেয় নি হয় ত বাংলাদেশের মানুয় খারাপ বলে।তাই বলে কি আমরা বসে থাকব? না। এত বোকা আমরা না।
তো  এই সেবা আপনাকে পাওয়ার জন্য VPN ব্যাবহার করতে হবে। তবে এটি ব্যাবহার করলে আপনার অাইপি চেন্জ হবে এবং আপনার আইপি হয়ে যাবে বিদেশি আর তখই আপনি ব্যাবহার করতে পারবেন এই কল করার সুবিধা। এখন অাপনার দরকার এই ভিপিএন সুবিধা।
এর জন্য আপনি এখানে গিয়ে ডাউনলোড   করুন।https://play.google.com/store/apps/details?id=com.tunnelbear.android
এরপরে ইনেষ্টল করে একটা একাউন্ট করুন এরপরে ইমেলে কনর্ফামেশন ম্যাসেজ পাবেন সেটা দিয়ে কনফার্ম করুন। এর পর ট্রানেল বিয়ার ওপেন করে লগ ইন করুন:
এরপরে যেকোনো সারভার সিলেক্ট করুন:
এবারদেখুন যাকে কল করবেন তার কনভাশেষন এর উপরে ডান কোনায় কল চিহ্ন আছে।
এখন কল এ ক্লিক করুন দেখুন কল যাচ্ছে।
ব্যাস এখন কথা বলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন