আমি ইংলিশ এ কাঁচা,
তবুও এ টুকু
বলতে পারি I LOVE YOU.
আমি ভূগোল এ কাঁচা,
কিন্তু
বলতে পারবো আমার অন্তরে কোথায়
তোমার বসবাস।
আমি ইতিহাস
মনে রাখতে পারিনা,
কিন্তু ভুলিনি তোমায়
প্রথম যে দিন দেখেছিলাম।
আমি রসায়ন খুব
একটা বুঝি না, কিন্তু
বুঝি তোমায়
কাছে পাবার
প্রতিক্রিয়া। আমি পদার্থবিদ্যাজান
িনা,
কিন্তু জানি আমার
চোখের তীব্রতা; যখন
তারা তোমাকে দেখে।
আমি কোন কিছুই
ভালো বুঝিনা, কিন্তু আমি নিজের
উপর
পরিপূর্ণ
আস্থা রেখে বলতে পারি,
আমি সব পরীক্ষায়
উত্তীর্ণ
হতে পারবো যদি তা তোমাকে সাথে নিয়ে হয়।
তবুও এ টুকু
বলতে পারি I LOVE YOU.
আমি ভূগোল এ কাঁচা,
কিন্তু
বলতে পারবো আমার অন্তরে কোথায়
তোমার বসবাস।
আমি ইতিহাস
মনে রাখতে পারিনা,
কিন্তু ভুলিনি তোমায়
প্রথম যে দিন দেখেছিলাম।
আমি রসায়ন খুব
একটা বুঝি না, কিন্তু
বুঝি তোমায়
কাছে পাবার
প্রতিক্রিয়া। আমি পদার্থবিদ্যাজান
িনা,
কিন্তু জানি আমার
চোখের তীব্রতা; যখন
তারা তোমাকে দেখে।
আমি কোন কিছুই
ভালো বুঝিনা, কিন্তু আমি নিজের
উপর
পরিপূর্ণ
আস্থা রেখে বলতে পারি,
আমি সব পরীক্ষায়
উত্তীর্ণ
হতে পারবো যদি তা তোমাকে সাথে নিয়ে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন