শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

তোমার
স্বপ্ন দেখব
বলে প্রতিরাতে ঘুমিয়ে পড়ি তোমার
কথা ভেবে ।
তুমি স্বপ্নে এসে আমার
সাথে কথা বল এই
ভেবে তো শান্তি । খুব
কি বেশি চাই
আমি ?
তাহলে অনেক দূরে চলে যাব । আর
জ্বালাব না । সবকিছু
থেকে বিছিন্ন হয়ে তোমার
পৃথিবীর গন্ডি থেকে বের
হয়ে আসবে আমার আমিটা ।
ভালো থেকো............


#SA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন