বুধবার, ২৩ জুলাই, ২০১৪

about love

বলতে পারিনা কেন
তোমায় এতটা ভালবাসি,
বোঝাতে পারিনা কেন
তোমায় অনেক অনুভব করি.
পৃথিবীতে তুমি শুধু একজন
যাকে নিয়ে ঘিরে আছে
আমার সারাটা ভুবন!
যার জন্য আরো একটা দিন
এই পৃথিবীর
বুকে বেঁচে থাকতে ইচ্ছে করে!।

#SA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন